বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ০৫:০০:৫২

পরমাণু অস্ত্র আছে, পাকিস্তান এখন সবার মাথা ব্যাথার কারণ : ডোনাল্ড ট্রাম্প

পরমাণু অস্ত্র আছে, পাকিস্তান এখন সবার মাথা ব্যাথার কারণ : ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করতে শোনা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের গলায়। হাতে পরমাণু অস্ত্র থাকা পাকিস্তান সত্যিই এক বড় সমস্যা বলে মন্তব্য করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ট্রাম্প।

উইসকিনসিনের টাউন হলে সিএনএন-তে তিনি বলেছেন, পাকিস্তান সত্যিই একটা খুবই বড় সমস্যা। আমাদের কাছেও গুরুত্বপূর্ণ কেননা ওদের হাতে পরমাণু অস্ত্র নামে একটি বস্তু আছে। ওদের পরিস্থিতি হাতের মুঠোয় রাখতে হবে।

প্রসঙ্গত, ৫ এপ্রিল উইসকনসিনেই প্রেসিডেন্ট ভোটের প্রাইমারি হওয়ার কথা। রবিবারের ইস্টারে লাহোরের ভিড়েঠাসা পার্কে বিস্ফোরণ প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, যখন দেখি পার্কে বিস্ফোরণ ঘটানো হল সেখানে আসা অধিকাংশই খ্রিস্টান বলে, যদিও খ্রিস্টান ছাড়াও আরো অনেকেই মারা গিয়েছেন, তখন মনে হয়, এ এক ভয়াবহ ব্যাপার।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি মৌলবাদী ইসলামিয় সন্ত্রাসবাদের কথাই বলছি। অন্য প্রতিদ্বন্দ্বীদের যে কারো চেয়ে আমি এর ভাল মোকাবিলা করতে পারব।

প্রসঙ্গত, লাহোরের আল্লামা ইকবাল টাউনের গুলশন-ই-ইকবাল পার্কে রবিবারের জমায়েতে আচমকা আত্মঘাতী হামলায় অনেকের মৃত্যু হয়। সেখানে প্রচুর সংখ্যায় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন ছিলেন। পাক তালেবানের দলছুট গোষ্ঠী জামাতুল আখতার এর দায় স্বীকার করেছে।
৩০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে