বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ০৬:১৮:১৬

যে কারণে ছিনতাইকারীর সাথে সেলফি তুললেন যাত্রী

যে কারণে ছিনতাইকারীর সাথে সেলফি তুললেন যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের অভ্যন্তরীণ রুটের বিমান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির সাথে সেলফি তুলে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোড়ন তৈরি করেছেন ব্রিটিশ একজন বিমান যাত্রী। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

বেন ইন্নিস নামের ওই তরুণ বলছেন, তিনি চেয়েছিলেন ছিনতাইকারীর শরীরে যে সুইসাইড ভেস্ট বা আত্মঘাতী ডিভাইস বাধা ছিল তার আরও স্পষ্ট ছবি তোর উদ্দেশ্যে তিনি ওই ছবি তুলতে আগ্রহী হয়েছিলেন।

তিনি আরো বলেছেন, তিনি প্রতিকূল পরিবেশেও উৎফুল্ল থাকার চেষ্টা করেছেন। ওই ছিনতাইকারী আত্মঘাতী বোমা হামলার হুমকি দিয়ে আলেকজান্দ্রিয়া থেকে কায়রোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমানটিকে সাইপ্রাসে অবতরণ করতে বাধ্য করেন।

পরে অবশ্য অভিযুক্ত সেইফ এলদিন মুস্তাফাকে আটক করার পর দেখা যায়, আত্মঘাতীর বোমার বিষয়টি ছিল বানোয়াট।

যদিও ছবিটি তুলে দিয়েছিলেন একজন বিমান কর্মী, তবে এই ছবিটিকেই নিজের এ যাবতকালের “শ্রেষ্ঠ সেলফি” বলে মন্তব্য করেছেন বেন ইন্নিস।

ওই আলোকচিত্রে দেখা যায় ছিনতাইকারীর সাথে বেশ হাশিখুশী মুখে দাঁড়িয়ে আছেন বিমানের এই যাত্রী। পরে এটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপকভাবে শেয়ার হয়।

এদিকে বিমান ছিনতাইয়ের ঘটনায় সেইফ এলদিন মুস্তাফাকে আদালতে হাজির করা হয়েছে।

লারনাকা আদালতের বিচারকরা তাকে পুলিশি হেফাজতে রাখার একটি আবেদনের পর্যালোচনা করছেন। যদিও তার বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।

সাইপ্রাসের কর্তৃপক্ষ তাকে মানসিক ভারসাম্যহীন বলে অভিহিত করছেন। যদিও ছিনতাইয়ের কারণ এখনো স্পষ্ট নয় তবে প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদেস জানিয়েছেন, এটি সন্ত্রাসী কোনো ঘটনা নয়।

মিশরের এমএস ১৮১ ফ্লাইটটি ৫৬ জন আরোহী দিয়ে আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাচ্ছিল। পথে সেইফ এলদিন মুস্তাফা গন্তব্য বদলে সাইপ্রাসে অবতরণ করতে বাধ্য করেন।
৩০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে