বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬, ১২:০০:২২

ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অনুতপ্ত কানাডা

ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অনুতপ্ত কানাডা

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ডিওন বলেছেন, তার দেশ ২০১২ সালে ইরানের সঙ্গে সম্পর্কচ্ছেদের যে সিদ্ধান্ত নিয়েছিল তার কোনো ইতিবাচক প্রভাব পড়ে নি। তেহরানের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

ইরানের সঙ্গে কানাডার সম্পর্কচ্ছেদের ফলে কানাডা বা ইরানের মানুষের কোনো লাভ হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, বিশ্বের নিরাপত্তা ব্যবস্থারও এতে কোনো লাভ হয়নি। অটোয়া বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের নেতৃত্বাধীন সরকার ২০১২ সালের সেপ্টেম্বরে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। ইহুদিবাদী ইসরাইলের জন্য ইরান অব্যাহতভাবে হুমকি হয়ে উঠছে দাবি করে সম্পর্ক ছিন্ন করেছিল ওই সরকার।

তবে ডিওন আরো বলেছেন, মধ্যপ্রাচ্যসহ গোটা অঞ্চলে কার্যকর ভূমিকা পালনের জন্য কানাডার ইরানে ফিরে আসা উচিত। সবাই এমন পদক্ষেপ গ্রহণের জন্য কানাডার প্রতি আহ্বান জানাচ্ছে বলেও তিনি উল্লেখ করেছেন।-আইআরআইবি
৩০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে