বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬, ১২:০৪:৩১

রেলে পদের সংখ্যা সাড়ে ১৮ হাজার, পরীক্ষার্থী ৯২ লাখ!

রেলে পদের সংখ্যা সাড়ে ১৮ হাজার, পরীক্ষার্থী ৯২ লাখ!

আন্তর্জাতিক ডেস্ক : রেলে খালি পদের সংখ্যা ১৮ হাজার ২৫২টি। আবেদনকারীর সংখ্যা ৯২ লাখ! হ্যাঁ, ঠিকই পড়েছেন।  মার্চ ও মে মাসের মধ্যে এই ৯২ লাখ চাকরিপ্রার্থীর অনলাইনে পরীক্ষা নেবে রেল।  এটাই হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন পরীক্ষা।  এর আগে পৃথিবীতে কোনো পরীক্ষায় এত সংখ্যক পরীক্ষা দেননি।

রেলের তথ্য ও জনসংযোগ দপ্তরের ডিরেক্টর বেদ প্রকাশের কথায়, এবারের নিয়োগ আমাদের কাছে একটা বড় আকারের অপারেশন।  তাই আমরা মার্চের শেষ সপ্তাহ থেকে মে মাস পর্যন্ত ৭৬টি শিফটে পরীক্ষা নেব।  

রেলে এ নিয়োগের পরীক্ষায় বেশ কিছু সুবিধাও দেয়া হচ্ছে ছাত্রছাত্রীদের।  বেদ প্রকাশ জানিয়েছেন, পরীক্ষার্থীরা তাঁদের সুবিধে মতো স্লট বেছে পরীক্ষা দিতে পারবেন।

বিভিন্ন শহর মিলিয়ে মোট ১১৯২টি পরীক্ষাকেন্দ্র খোলা হয়েছে।  পরীক্ষাকেন্দ্র যাতে খুঁজতে সুবিধা হয়, তার জন্য ১১৯২টি কেন্দ্রই গুগল ম্যাপে জুড়ে দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

১৮ হাজার ৫২৫টি খালি পদের মধ্যে রয়েছে-

কমার্সিয়াল অ্যাপ্রেন্টিস- ৭০৩টি পদ রিজার্ভেশন ক্লার্ক- ১২৭টি পদ ট্র্যাফিক অ্যাপ্রেন্টিস- ১,৬৪৫টি পদ গুডস গার্ড- ৭,৫৯১টি পদ জুনিয়ার অ্যাকাউন্ট্যান্ট- ১,২০৫টি পদ অ্যাসিস্টেন্ট স্টেশনমাস্টার- ৫,৯৪২ সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট- ৮৬৯ ট্রান্সপোর্ট অ্যাসিস্টেন্ট- ১৬৬ সিনিয়র কিপার- ৪।
৩০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে