বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬, ০৪:৩৯:১২

নদীতে ভাঁসছে লাখ লাখ টাকা!

নদীতে ভাঁসছে লাখ লাখ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক : নদীতে স্নান বা কোন কাজে নেমে মানুষ যদি দেখে পানিতে কচকচে নোট ভাসছে। তখন মানুষ কি করবে? অবশ্য হামলে পড়লো সবাই। পড়েছেও তারা, খবর রটে গেল বাতাসের গতিতে। সারা গ্রামের মানুষে ঝাঁপিয়ে পড়লো নদীতে। একটু পরে তাদের চোখে পড়লো, নদীর পাড়েই এক লোক বস্তা থেকে ফেলছে টাকা (রুপী)! অবশ্য একটু পরেই পুলিশ এসে সব ভণ্ডুল করে দিল!

ভারতের রাজ্যে বিহারের জেহানাবাদে দরধা নদীতে ঘটেছে এই ঘটনা। গত রোববার স্থানীয়রা স্নান করতে গিয়ে দেখলো পানিতে ভাসছে ১ হাজার ও ৫০০ রুপির নোট। এই খবর রটতেই ঠাকুরবাড়ি, আম্বেদকর ঘাটে ছুটে আসে গ্রামের লোকজন।

কিছুক্ষণ পরেই পুলিশ চলে আসে। কিন্তু এরইমধ্যে ব্যাগের সব টাকা পানি ফেলে দেন ওই ব্যক্তি। পরে পুলিশ জানতে পারে, ওই ব্যক্তির নাম রাধেশ্যাম গুপ্ত, মৃগী রোগী। মাঝেমধ্যেই রোগ ওঠে, তখন এসব উদ্ভট কাজ করেন তিনি।

স্থানীয় পুলিশ কর্মকর্তা গজেন্দ্র সিংহ জানিয়েছেন, ওই ব্যাগে প্রায় আট লাখ রুপি ছিল। নদী পাড়ের অনেকেই কুড়িয়ে পালিয়ে গেছে। এখন সেই টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে একজন ১৫ হাজার রুপি ফেরত দিয়ে গেছে।

জানা যায়, রাধেশ্যাম গুপ্তা একটি মুদি দোকান চালান। তার পরিবারের স্বজনরা জানিয়েছে, রোগ বেড়ে গেলে তিনি এ ধরনের কাজ করেন।

স্থানীয় পুলিশ আরো জানায়, গত রোববার বাড়িতে জমি কেনার জন্য রাখা টাকা নিয়ে ঘাটে এসে নদীর জলে সব থাকা ছুড়ে দেন। অবশ্য ঘটনার কয়েক মিনিট পরেই স্বাভাবিক মানুষের মতো গিয়ে দোকানে বসেন রাধেশ্যাম।

৩১ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে