বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬, ১০:২৯:২৬

পবিত্র হজের নামে বিপুল অংকের টাকা হাতিয়ে নিলেন সৌদি নারী

পবিত্র হজের নামে বিপুল অংকের টাকা হাতিয়ে নিলেন সৌদি নারী

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র হজের নামে প্রতারণাকারী এক সৌদি নারীকে বুধবার আটক করা হয়েছে। তিনি হজে পাঠানোর নাম করে মিশরে কয়েকশ জনের কাছ থেকে বিপুল অংকের অর্থ আত্মসাৎ করেছেন। মাহা নামের ওই নারীর বয়স ৩৬।

ওই সৌদি নারী হজে পাঠানোর নাম করে সবমিলিয়ে ২৬০ জন মিশরীয়ের কাছ থেকে ১৫ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩২ লাখ ৪৮ হাজার ৭৪৯ টাকা) নিয়েছিলেন।

মাহা কায়রোতে একটি ট্রাভেলস এজেন্সি পরিচালনা করতেন। ওই এজেন্সির মাধ্যমেই তিনি ওই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি সরকার।

পরে ক্ষতিগ্রস্তরা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে মিশরীয় পুলিশ তাকে আটক করে। ধরা পড়ার পর তিনি নিজের দোষ স্বীকার করেছেন।
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে