বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬, ০৪:৫৭:৩৯

রাশিয়ার নাকের ডগায় এবার আমেরিকার সেনা!

রাশিয়ার নাকের ডগায় এবার আমেরিকার সেনা!

আন্তর্জাতিক ডেস্ক : রুশ সীমান্তের কাছে অতিরিক্ত সেনা মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগান জানিয়েছে, দেশটি পূর্ব ইউরোপে একটি অতিরিক্ত সাঁজোয়া ব্রিগেড মোতায়েন করবে।

ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল ফিলিপ ব্রিডলাভ বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, ২০১৭ সালের গোড়ার দিকে এই ব্রিগেড মোতায়েন করা হবে। এটি মোতায়েন করা হলে ইউরোপে মার্কিন সেনাবাহিনীর তিনটি পূর্ণ কমব্যাট ব্রিগেড মোতায়েন করা হবে। দৃশ্যত পূর্ব ইউক্রেনে রাশিয়ার কথিত ‘আগ্রাসী’ ভূমিকার জবাব দিতে ওয়াশিংটনের পক্ষ থেকে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

জেনারেল ব্রিডলাভ বলেছেন, পূর্ব ইউরোপসহ অন্যান্য স্থানে আগ্রাসী রাশিয়ার মোকাবিলায় ন্যাটোর মিত্র ও সহযোগী দেশগুলোর পাশে দাঁড়ানোর জন্য সেনা মোতায়েনের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো বলেন, “মিত্রদেরকে আমরা নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে চাই। আমাদের মিত্ররা তাদের দেশগুলোতে আরো অত্যাধুনিক সমরাস্ত্রসহ একটি সাঁজোয়া ব্রিগেডের উপস্থিতি দেখতে পাবে।”

গতমাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার তার মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট প্রকাশ করেছেন। এতে ইউরোপে মার্কিন সামরিক ব্যয় চারগুণ বাড়িয়ে ৩৪০ কোটি ডলার করা হয়েছে। পেন্টাগনের মুখপাত্র লরা সিল এ সম্পর্কে বলেছেন, ইউরোপে আমাদের স্বার্থ, আমাদের মিত্র এবং আমাদের নীতি রক্ষার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।”
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে