বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬, ০৫:৩২:১৩

নিউক্লিয়ার সিকিউরিটি সামিটে যোগ দিতে ওয়াশিংটনে মোদি

নিউক্লিয়ার সিকিউরিটি সামিটে যোগ দিতে ওয়াশিংটনে মোদি

আন্তর্জাতিক ডেস্ক : চতুর্থ নিউক্লিয়ার সিকিউরিটি সামিটে যোগ দিতে বৃহস্পতিবার ওয়াশিংটন পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ৩১ মার্চ ও পয়লা এপ্রিল অনুষ্ঠিত হবে বৈঠক৷ বৃহস্পতিবার সকালেই ওয়াশিংটন ডিসিতে অবতরণ করে নরেন্দ্র মোদির বিমান৷ ব্রাসেলসে ভারত-ইউরোপিয়ান ইউনিয়ন বৈঠকে যোগ দেয়ার পর ওয়াশিংটনে পৌঁছন মোদি৷ এদিন নিউক্লিয়ার সামিটের পর হোয়াইট হাউসে নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার দু’দিন ওয়াশিংটনে নিউক্লিয়ার সিকিউরিটি সামিট অনুষ্ঠিত হবে৷ এতে যোগ দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফও৷

তিন দেশ সফরের শেষ পর্বে আগামীকাল শুক্রবার ওয়াশিংটন থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন মোদি৷ দু’দিনের সৌদি সফরে তিনি দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে জ্বালানি ও নিরাপত্তা বিষয়ে বৈঠক করবেন৷
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে