শুক্রবার, ০১ এপ্রিল, ২০১৬, ১০:৫১:০০

ফ্লাইওভার ধ্বসে মৃতের সংখ্যা ২৫

ফ্লাইওভার ধ্বসে মৃতের সংখ্যা ২৫

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতায় নির্মাণাধীন ফ্লাইওভারের স্তুপ থেকে আজ শুক্রবার সকালে আরও ২ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫।

এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধার কর্মীরা। এ ঘটনায় অনেক আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার দুপুরের দিকে কলকাতার প্রাণকেন্দ্র গনেশ টকির কাছে বাগবাজারের এলাকায় বিবেকানন্দ নামের ওই সেতুটি ভেঙে পড়ে। এটি ভেঙে পড়ার খেবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল ও সেনাবাহিনী।

এদিকে এ ঘটনার পর রাজ্যজুড়ে যত নির্মীয়মান সেতু রয়েছে, সেগুলির সর্বাঙ্গীন পরিস্থিতি খতিয়ে দেখা উচিত। বিবেকানন্দ সেতু বিপর্যয়ের পর রাজ্য সরকারকে এমনই পরাপর্শ দিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি।
১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে