শুক্রবার, ০১ এপ্রিল, ২০১৬, ০২:০৯:০০

১৩ রোগি খুন, গ্রেপ্তার নার্স

১৩ রোগি খুন, গ্রেপ্তার নার্স

আন্তর্জাতিক ডেস্ক : ৫৫ বছর বয়সী এক নার্সকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ১৩ জন রোগীকে খুন করেছেন। এ ঘটনাটি ইতালিতে ঘটেছে। এ হত্যাকারীকে ইতালিতে বলা হচ্ছে ‘দ্যা কিলার অব দ্যা ওয়ার্ড’ অর্থাৎ হাসপাতালে ‘ওয়ার্ডের খুনি’।

ইতালির তুসক্যানি অঞ্চলের উপকূলীয় ছোট শহর পিয়াওমবিনোর একটি হাসপাতালে অ্যানেসথেসিয়া ও ইনটেনসিভ কেয়ার ইউনিটে চাকরি করেন এই নারী।

জানা গেছে, ২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে ইনজেকশন ও ড্রপার ব্যবহার করায় ১৩ রোগীর মৃত্যু হয়। সন্দেহ হওয়ায় কয়েক মাস ধরে পুলিশ ওই নার্সের ওপর নজর রাখছিল।

বিবিসি অনলাইন জানিয়েছে, গ্রেফতারকৃত নারীর বয়স ৫৫ বছর। ১৯৮০-এর দশক থেকে তিনি তুসক্যানিতে বসবাস করছেন। ইতালি পুলিশের স্বাস্থ্য এবং ওষুধবিষয়ক অপরাধ ইউনিট বুধবার রাতে ওই নারীকে আটক করে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। যেসব রোগীকে এই নার্স হত্যা করেছেন বলে অভিযোগ করা হচ্ছে, তাদের অধিকাংশই বয়স্ক রোগী।
১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে