শুক্রবার, ০১ এপ্রিল, ২০১৬, ০৩:০৫:২০

সেই যুদ্ধবিমানের পাইলট হত্যাকারীকে আটক!

সেই যুদ্ধবিমানের পাইলট হত্যাকারীকে আটক!

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্ত অতিক্রম করায় তুর্কি বাহিনীর গুলিতে ভূপাতিত রুশ যুদ্ধবিমান সুখোই এসইউ-২৪’র পাইলটের হত্যাকারী সন্দেহে একজনকে আটক করেছে তুরস্ক। তুর্কি-সিরিয়া সীমান্তে গত ২৪ নভেম্বর রুশ যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছিল।

বার বার সতর্ক করা সত্তেও সিরিয়া থেকে নিজেদের আকাশসীমায় প্রবেশের পর রুশ বিমানকে ভূপাতিত করে তুরস্ক। বিমানের দুই পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হলেও নীচ থেকে ছোঁড়া গুলিতে তাদের একজন নিহত হন। অবশ্য কো-পাইলট শেষ পর্যন্ত প্রাণে রক্ষা পেয়েছিলেন।

আটক সন্দেহভাজন হত্যাকারী নাম আলপার্সলান সেলিক। তুরস্কের অ্যাজিয়ান সাগর তীরবর্তী ইজমির নগরীর একটি রেস্তোরা থেকে তাকেসহ ১৪ জনকে আটক করা হয়। তুরস্কের দৈনিক হুররিয়াত বৃহস্পতিবার এ খবর দিয়েছে।

রেস্তোরায় বন্দুকধারীরা ঢুকেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি পুলিশকে খবর দেয়ার পর সেলিক ও তার সঙ্গীদের আটক করা হয়। অবশ্য এ খবরের বিষয়ে মন্তব্য করার জন্য তাৎক্ষণিকভাবে তুর্কি কর্মকর্তাদের পাওয়া যায় নি।
০১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে