শুক্রবার, ০১ এপ্রিল, ২০১৬, ০৪:২৯:৪৫

প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নয়, সু চি-র জন্য তৈরি হচ্ছে নয়া পদ

 প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নয়, সু চি-র জন্য তৈরি হচ্ছে নয়া পদ

আন্তর্জাতিক ডেস্ক : আইনের ফাঁসে প্রেসিডেন্ট হতে পারেননি৷ প্রধানমন্ত্রীও হচ্ছেন না৷ তবে দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতেই থাকছেন মায়ানমারের কিংবদন্তী নেত্রী অং সান সু চি৷  তার জন্য তৈরি হচ্ছে ‘রাষ্ট্রীয় উপদেষ্টা’ পদ৷ যা মায়ানমারের প্রধানমন্ত্রী’র সমপর্যায়ের পদ হিসেবে বিবেচিত হবে৷

সু চি-র জন্য ‘রাষ্ট্রীয় উপদেষ্টা’ পদ সৃষ্টি করতে মায়ানমারের আইনসভায় বিল উত্থাপন করা হয়েছে। এই পদে আসীন হলেই সু চি যা করতে চান তাই করার সুযোগ পাবেন। ফলে দেশ শাসনের কর্তৃত্ব একপ্রকার সু চি-র হাতেই থাকছে৷

ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির প্রধান সু চি-র দুই সন্তান ব্রিটিশ নাগরিক৷ ফলে জাতীয় নির্বাচনে দল জয় পাওয়া সত্ত্বেও তিনি প্রেসিডেন্ট হতে পারেননি। এই নিয়মের কাঁটা সরিয়ে সু চি সরকারের নিয়ন্ত্রকের ভূমিকা নিতে চলেছেন৷

প্রেসিডেন্ট হতে না পারলে তার চেয়েও বড় কিছু হয়ে দেশ পরিচালনা করবেন। নির্বাচনের আগে এমনই জানিয়েছিলেন নোবেল জয়ী সু চি৷ টানা পাঁচ দশকের সামরিক শাসনে আবদ্ধ ছিল মায়ানমার৷ সম্প্রতি শেষ হওয়া জাতীয় নির্বাচনে জয়ী হয় সু চি-র দল৷ দেশের প্রথম অসামরিক প্রেসিডেন্ট হয়েছেন সু চি ঘনিষ্ঠ থিন কিয়াও৷
১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে