শুক্রবার, ০১ এপ্রিল, ২০১৬, ০৪:৫৯:২২

তেলআবিবের পর সৌদি আরবে মার্কিন প্রতিনিধিদল

তেলআবিবের পর সৌদি আরবে মার্কিন প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক : রিয়াদ সফররত মার্কিন রিপাবলিকান দলের একটি প্রতিনিধিলের সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ আলে সৌদ। বুধবার তেল আবিবে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করার একদিন পর বৃহস্পতিবার প্রতিনিধিদলটি রিয়াদ সফরে যায়।

সাউথ ক্যারোলিনা থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গেও সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের অন্য পাঁচ সদস্য হলেন ফ্লোরিডার সিনেটর ডেভিড জলি, ইলিনয় অঙ্গরাজ্যের সিনেটর অ্যাডাম কিনজিংগার, সাউথ ক্যারোলিনার টম রাইস, নর্থ ক্যারোলিনার সিনেটর টম টিলিস এবং জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর ডেভিড পারডু।

প্রতিনিধিদলটি সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও ভারপ্রাপ্ত যুবরাজ মুহাম্মাদ বিন সালমান আলে সৌদের সঙ্গেও সাক্ষাৎ করেছে। সৌদি গণমাধ্যমগুলো এসব সাক্ষাতের ব্যাপারে বিস্তারিত তথ্য না জানিয়ে বলেছে, এতে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।

এর প্রায় ১০ দিন আগে অন্য চার মার্কিন সিনেটর রিয়াদ সফরে আসেন এবং তারা সৌদি রাজার সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া, আগামী ২১ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রিয়াদ সফরে যাবেন বলে কথা রয়েছে। ওই সফরে তিনি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলবেন। সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানকে নিয়ে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি গঠিত।
১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে