শুক্রবার, ০১ এপ্রিল, ২০১৬, ০৬:০৭:২৮

আবারো ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল প্যারিস

আবারো ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল প্যারিস

আন্তর্জাতিক ডেস্ক : ফের বিস্ফোরণের আওয়াজ। আবারও ঘটনাস্থল প্যারিস। তাড়া করল জঙ্গি হামলার আতঙ্ক। মধ্য প্যারিসের অভিজাত এলাকায় একটি বাড়িতে শোনা যায় বিস্ফোরণের আওয়াজ। সঙ্গে সঙ্গে প্যারিস ফের জঙ্গি হানার শিকার হয়েছে বলে আতঙ্ক গ্রাস করল স্থানীয় বাসিন্দাদের। প্রাণ বাঁচাতে পড়িমরি করে ছুটতে দেখা যায় স্থানীয় লোকজনদের। মুহূর্তের মধ্যে খালি করে দেয়া হয় ওই এলাকা ও ওই বিল্ডিং। যদিও, পরে জানা গেছে, গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণটি ঘটে।

গত নভেম্বরেই ভয়াবহ জঙ্গি হামলার শিকার হয় ফ্রান্সের রাজধানী। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে প্যারিস ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা। প্রাণ হারান কমপক্ষে ১৩০ জন মানুষ। সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ধরা পড়ে প্যারিস হামলার মূলচক্রী সালা আবদেসলাম। তারপরই বদলা নিতে ব্রাসেলসের জাভেন্তেম বিমানবন্দর ও মালবিক মেট্রোস্টেশনে হামলা চালায় জঙ্গিরা। ফের মৃত্যু হয় কমপক্ষে ৩২ জনের। আহত বহু। একের পর এক জঙ্গি হামলায় আতঙ্ক ঘিরে ধরেছে ইউরোপের দেশগুলিকে।
১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে