শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ০৭:২৪:৪০

আজ ‘এপ্রিল ফুল’ নয়, ‘মোদি দিবস’

আজ ‘এপ্রিল ফুল’ নয়, ‘মোদি দিবস’

আন্তর্জাতিক ডেস্ক : ঘুম থেকে উঠে ক্যালেন্ডারে চোখ পড়তেই নিশ্চয়ই মনে পড়ে গিয়েছে আজ এপ্রিল ফুল ডে৷ বোকা বনা ও বোকা বানানোর দিন৷ এমনটা যদি ভেবে থাকেন, ভুল ভাবছেন৷ কারণ আজ এপ্রিল ফুল ডে নয়, 'মোদি দিবস'৷

গুলিয়ে যাচ্ছে? আসলে শুক্রবার সকাল থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভারতে শুরু হয়েছে তুমুল বাক যুদ্ধ৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে ও বিপক্ষে ট্রোল যুদ্ধ চলছে৷ তো হঠাৎ আজকের দিনেই কেন? মোদি বিরোধীদের দাবি, সরকারে আসার আগে তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রাখেননি৷ মানে প্রধানমন্ত্রী আসলে জনসাধারণকে বোকা বানিয়েছেন৷

এমন দাবির বিরুদ্ধে গলা চড়িছেয়েন মোদি-অনুগামীরা৷ এক বিরোধী টুইট করছেন, "মোদি বলেছিলেন সবাই ১৫ লক্ষ টাকা করে পাবে৷ আমার অ্যাকাউন্টে তো এক টাকাও ঢুকলো না৷ সব বিজয় মালিয়া নিয়ে চলে গিয়েছে৷ এর পাল্টা দেন এক মোদি অনুগামী৷ টুইট করেন, "আমার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ঢুকেছে৷ দেশে কালোবাজারি কমেছে৷"

আবার মোদি সরকারের বিরোধিতা করে একজন লিখেছেন, "যারা এখনও মোদির সমর্থনে কথা বলছেন, তাদের আর কখনও আচ্ছে দিন আসবে না৷" এই দাবির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মোদি অনুগামীরা৷ তারা লিখেছেন, "মোদিই একমাত্র প্রধানমন্ত্রী যিনি দেশের কথা ভাবেন৷ আমরা তাকে পেয়ে গর্বিত৷"

#ModiDiwas হ্যাসট্যাগটি ভারতের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রীতিমতো ট্রেন্ডিং হয়ে উঠেছে৷ যদি আপনি ভারতীয় হন চাইলে আপনিও নিজের মতামত জানাতে পারেন৷ গত দু'বছরে আপনি বোকা বনেছেন কি না৷

২ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে