শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ০৮:৫৬:৪২

ভয়াবহ হামলায় সৌদি জোটের ৪০০ সেনা নিহত, দাবি ইয়েমেনের বিপ্লবী সরকারের

ভয়াবহ হামলায় সৌদি জোটের ৪০০ সেনা নিহত, দাবি ইয়েমেনের বিপ্লবী সরকারের

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ হামলায় মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবের নেতৃত্বাধীর আরব জোটের অন্তত ৪০০ সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইয়েমেনে গণবাহিনী ও সশস্ত্র বাহিনীর জোট শুক্রবার দেশটির পদত্যাগী ও পলাতক প্রেসিডেন্ট মানসুর হাদির অনুগত সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন সেনা নিহত হয়েছে।

ইয়েমেনের এই জোট এর আগে মারিব প্রদেশে সৌদি সেনাদের ওপর একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। হিজ্জা প্রদেশের দিকে এগিয়ে আসতে সচেষ্ট সৌদি-নেতৃত্বাধীন সেনাদের বাধা দেয়ার খবরও দিয়েছে ইয়েমেনি বাহিনী।

ইয়েমেনি সেনারা নাখলাহ সামরিক ঘাঁটির কাছে একটি ‘কাহের-এক’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে সৌদি নেতৃত্বাধীন বহু সেনা হতাহত হয়।

এর আগে ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হিজ্জা প্রদেশের দিকে আসার চেষ্টা করার সময় ইয়েমেনি সেনাদের প্রতিরোধের শিকার হয়ে প্রাণ হারায় সৌদি-নেতৃত্বাধীন বহু সেনা। বুধবার মিদি অঞ্চলে ঢোকার চেষ্টা করার সময় কয়েক ডজন সৌদি ও তাদের সেনা নিহত হয় বলে ইয়েমেনি সূত্রগুলো খবর দিয়েছে।

গত কয়েক দিনে সৌদিরা সেখানে অগ্রসর হওয়ার জন্য চার বার ব্যর্থ চেষ্টা চালিয়েছে। মিদি মরুভূমিতে ঢোকার চেষ্টা করতে গিয়ে গত কয়েক দিনে সেখানে ৩৭৮ সৌদি-নেতৃত্বাধীন সেনা নিহত হয়েছে বলে ইয়েমেনের বিপ্লবী সরকারের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল শারাফ লোকমান জানিয়েছেন।

সৌদি-নেতৃত্বাধীন জোট ইয়েমেনে নির্বিচার বিমান হামলা চালিয়ে আসছে এক বছরেরও বেশি সময় ধরে। ইয়েমেনের কোনো কোনো এলাকায় ঢুকে পড়েছে সৌদি স্থল-বাহিনী। সূত্র: রেডিও তেহারন
০২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে