শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ০২:৩৬:৫৮

পাকিস্তানে গ্রেফতার হলো ৫৯ ভারতীয়

পাকিস্তানে গ্রেফতার হলো ৫৯ ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের জলসীমা অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করার অভিযোগ ৫৯জন ভারতীয় মৎসজীবিকে গ্রেফতার করেছে পাকিস্তান। সেই সাথে বাজেয়াপ্ত করা হয়েছে তাদের ১০ টি নৌকাও।

এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছে, সিন্ধ ও গুজরাটের জল সীমার বিতর্কিত একটি অংশে ঢুকে পড়ায় মৎস্যজীবীদের গ্রেফতার করে পাক মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (এমএসএ)। তাদের হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ৩ এবং ৪ ধারায় বিদেশী আইনের এবং মৎস্যজীবী আইনের ৩ ও ৯ ধারায় মামলা রুজু হয়েছে।

প্রসঙ্গত, মাছ ধরতে গিয়ে আরব সাগরে দুদেশের জলসীমা লঙ্ঘন করার অভিযোগে এর আগেও ভারত-পাক দুদেশের মৎস্যজীবীদের আটক করা হয়েছে। বাজেয়াপ্তও করা হয়েছে বহু মাছ ধরার নৌকা। গতমাসেই দুদেশের মধ্যে সৌহার্দ্যমূলক সম্পর্কের নিদর্শন হিসেবে ৮৬ দন ভারতীয় মৎস্যজীবীকে মুক্ত করে দেয় পাকিস্তান।
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে