শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ০৩:৫৬:০৬

মুসলিম পরিবারকে বিমান থেকে নামিয়ে দিল মার্কিন পাইলট, তারপর যা ঘটলো

মুসলিম পরিবারকে বিমান থেকে নামিয়ে দিল মার্কিন পাইলট, তারপর যা ঘটলো

আন্তজূাতিক ডেস্ক : পাঁচ সদস্যের এক মুসলিম পরিবারকে যুক্তরাষ্ট্রের একটি বিমান থেকে নামিয়ে দিয়েছে পাইলট। ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট করে তারা ওয়াশিংটন থেকে শিকাগোর যেতে চেয়েছিলেন। নিরাপত্তার অজুহাত দেখিয়ে শিকাগো বিমানবন্দর থেকে তাদের নামিয়ে দেওয়া হয়।

বিমানটি ছাড়ার আগে এর এক পাইলট এসে ওই পরিবারটিকে বিমান থেকে নেমে যেতে বলে। এর প্রেক্ষিতে ওই পরিবারের নারী সদস্য ইমান-এমি সাদ সিবলি বলেন, ‌‘এটি পক্ষপাতমূলক সিদ্ধান্ত’। এর জবাবে পাইলট বলেন, ‘এটা ফ্লাইটের নিরাপত্তার বিষয়’। তবে বিস্তারিত কিছুই জানাননি তিনি।

এ ঘটনার প্রতিবাদে ওই এয়ার লাইন্সের কাছে সংশ্লিষ্টদের বিচার দাবি করে চিঠি দিয়েছে ‘দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেসন্স’ নামের একটি সংগঠন। যে সব কর্মীরা এই কাজে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা হয়েছে চিঠিতে।

শিকাগোর মুসলিম অধিকার সংস্থা সিএআইআর-এর নির্বাহী পরিচালক আহমেদ রেহাব এক বিবৃতিতে জানান, ‘নিরাপত্তার অজুহাতে অযৌক্তিক ইস্যুতে মুসলিম যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় আমরা বেশ বিরক্ত। নিরাপত্তা মানে যাত্রীদের নিরাপদ রাখা। কাউকে হয়রানি বা অপমান করা নয়।’

সিবলি তার ফেসবুকে লিখেন, ‘আমাকে ও আমার পরিবারকে কোনো ধরণের প্রমাণ ছাড়া শুধুমাত্র চেহারা দেখে, অপমান করে বের করে দেওয়ায় তোমাদের লজ্জা হওয়া উচিৎ ইউনাইটেড এয়ারলাইনস।’

সিবলি তার ফেসবুকে আপ করা দু’টি ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে একজন বিমানবালা ও পরে পাইলট তাদেরকে বিমান থেকে নেমে যেতে বলছেন।  

এ সম্পর্কে কেয়ার শিকাগোর নির্বাহী পরিচালক আহমেদ রেহাব বলেন, ‘এখন নরাপত্তার অজুহাত তুলে মুসলিমদের মত পোশাক আশাক পরা যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেয়া হচ্ছে। নিরাপত্তা অর্থ হচ্ছে যাত্রীদের নিরাপত্তা দেয়া। তাদের হয়রানি বা অপমান করা নয়।’

এ ঘটনায় শেবলে ও তার পরিবারের কাছে একাধিক বার ক্ষমা চেয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স। ঘটনার দিন তারা শেবলে ও তার স্বামী সন্তানদের অন্য একটি বিমানে তুলে দিয়েছিল বলেও জানা গেছে। তবে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধেে এখনো কোনো ব্যবস্থা নেয়নি ইউনাইটেড এয়ারলাইন্স।

বিমান কোম্পানিটি অবশ্য তাদের এমন ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছে। পরবর্তীতে তাদের জন্য অন্য একটি ফ্লাইটের ব্যবস্থাও করেন তারা। দ্য ইন্ডিপেন্ডেন্ট, ইউকে
০২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে