শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ০৪:১৮:০৮

এখন থেকে যুক্তরাষ্ট্রে ন্যূনতম বেতন পাবেন আড়াই লাখ টাকারও বেশি

এখন থেকে যুক্তরাষ্ট্রে ন্যূনতম বেতন পাবেন আড়াই লাখ টাকারও বেশি

আন্তর্জাতিক ডেস্ক : প্রতি ঘণ্টায় ৯ ডলার ন্যূনতম মজুরি থেকে বাড়িয়ে ১৫ ডলার করা হয়েছে নিউইর্য়কে। অর্থাৎ এখন থেকে দেশটিতে প্রতি ঘণ্টা কাজের জন্য ১ হাজার ১শত ৭৫ টাকা হারে আট ঘণ্টা কাজের জন্য ন্যূনতম ৯ হাজার ৪শত টাকা পাবেন।

সে মোতাবেক মাসিক ন্যূনতম বেতন দাঁড়াবে ২ লাখ ৮২ হাজার টাকা। এ বিষয়ে শুক্রবার স্থানীয় আইন প্রণেতারা একটি বাজেট চুক্তিতে একমত হন। মজুরি বাড়ানো শহরগুলোর মধ্যে নিউইয়র্ক দ্বিতীয়।

এর আগে বুধবার ক্যালিফোর্নিয়াতে ন্যূনতম মজুরি ১৫ ডলার নির্ধারণ করা হয়। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো ২০১৬-১৭ বাজেট সেশনে নতুন এ মজুরির কথা ঘোষণা করেন। তিনি বলেন, ধীরে ধীরে এর পরিমাণ আরো বাড়ানো হবে।

বড় ব্যবসার আগামী তিন বছরের ধীরে ধীরে এই মজুরি বাড়ানো হবে। আর ছোট ব্যবসার ক্ষেত্রে চার বছরের মধ্যে। এই মজুরি বৃদ্ধির ফলে উপকৃত হবে শহরটির প্রায় ২০ লাখ শ্রমিক।
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে