শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ০৫:০৩:৩২

সাবধান, আমেরিকার থেকে দ্বিগুণ পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ায় : পেন্টাগন

সাবধান, আমেরিকার থেকে দ্বিগুণ পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ায় : পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পরমাণু অস্ত্র মজুদের পরিমাণ আমেরিকার তুলনায় দ্বিগুণ করা হয়েছে বলে দাবি করেছেন পেন্টাগণের কর্মকর্তারা। আমেরিকার সঙ্গে করা অস্ত্র চুক্তি লঙ্ঘন করে মস্কো পরমাণু অস্ত্রের মজুদ দ্বিগুণ করেছে বলে দাবি করছেন তারা।

পেন্টাগনের কর্মকর্তারা ওয়াশিংটন ফ্রি বেকন ওয়েবসাইটের কাছে এ দাবি করেছেন। তাদের দাবি অনুযায়ী, এমআইআরভি নামে পরিচিত নতুন মাল্টিপেল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিনট্রাই ভেহিকেলস তৈরির মাধ্যমে মস্কো নিজ পরমাণু অস্ত্র মজুদের পরিমাণ বৃদ্ধি করেছে। আমেরিকা এখন রাশিয়ার সাথে কোনো ভাবেই পেরে উঠবে না। তাই এখন রাশিয়ার সাথে যুদ্ধ বাঁধানো থেকে বিরত থাকাই উত্তম হবে।

তিনি বলেন, দোনালা বন্দুকে গুলি ভরে যেমন একই সঙ্গে দু’দফা গুলির আগ্নেয়ান্ত্রকে প্রস্তুত রাখা হয়। এমআইআরভি দিয়ে ঠিক একই ভাবে পরমাণু অস্ত্র ছোঁড়ার জন্য তৈরি রাখা হয়। তবে এর মাধ্যমে একাধিক পরমাণু বোমাকে একযোগে বহুমুখী লক্ষ্যে আঘাত হানার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

পেন্টাগন দাবি করছে এমআইআরভি’র মাধ্যমে নিউ স্ট্রার্ট চুক্তি লঙ্ঘন করেছে রাশিয়া। এ চুক্তি অনুযায়ী উভয় দেশই ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে পরমাণু অস্ত্রের সংখ্যা ১৫৫০এর নিচে নামিয়ে আনবে। পেন্টাগনের দাবি অনুযায়ী মার্কিন পরমাণু বোমার সংখ্যা ১৫৩৮ থাকলেও রাশিয়ার সংখ্যা এর উপরে রয়েছে।

অবশ্য পেন্টাগনের এ অভিযোগের বিষয়ে এখনো কিছু বলে নি ক্রেমলিন।
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে