শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ০৫:১৮:৩৩

ঐতিহাসিক পালমিরায় এবার গণকবরের সন্ধান!

ঐতিহাসিক পালমিরায় এবার গণকবরের সন্ধান!

আন্তর্জাতিক ডেস্ক : ঐতিহাসিক পালমিরায় এবার গণকবরের সন্ধান পাওয়া গেল! হোমস প্রদেশের এই নগরী থেকে এখনো পর্যন্ত ২৫টি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে পাঁচজন মহিলা এবং তিনটি শিশুর দেহাবশেষ রয়েছে। অবশ্য দেহাবশেষ উদ্ধারের প্রক্রিয়া সেখানে এখনো চলছে বলে জানা গিয়েছে। সিরীয় সেনার অনুমান, তল্লাশি অভিযানে আরো মৃতদেহ উদ্ধার হতে পারে।

গত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে আইএসের দখলে ছিল পালমিরা। দফায় দফায় সিরীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষ শেষে গত ২৭ মার্চ পালমিরা মুক্ত করে বাহিনী। কিন্তু এখনো ঐতিহাসিক এই শহরজুড়ে চলছে সেনাবাহিনীর তল্লাশি। তল্লাশিতে গত কয়েকদিন ধরে একাধিক মাটিতে পুঁতে রাখা মাইন-বিস্ফোরক উদ্ধার করেছে বাহিনী।

যদিও এরই মধ্যে বেশিরভাগ মাইন-বিস্ফোরক উদ্ধার করা হয়েছে তবে এখনো অনেক বিস্ফোরক পুতে রাখা হয়েছে বলে অনুমান। এরই মধ্যে এবার পালমিরাতে গণকবরের সন্ধান।
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে