শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ০৫:২৬:১৪

ভারতের আসাম রাজ্যের নির্বাচনে মুসলিমরাই ফ্যাক্টর

ভারতের আসাম রাজ্যের নির্বাচনে মুসলিমরাই ফ্যাক্টর

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের চারটি রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাদেশিক নির্বাচন। এ নির্বাচনে বিশেষে করে আসাম রাজ্যের নির্বাচনে মুসলিম ভোটাররা বিশাল ফ্যাক্টর হয়ে উঠেছে। এখানে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় লাভের সম্ভাবনা সবচেয়ে বেশি।

আসামে দুই ধাপে সম্পন্ন হবে নির্বাচন। প্রথম ধাপের নির্বাচনটি হবে ৪ এপ্রিল এবং দ্বিতীয় ধাপেরটি হবে ১১ এপ্রিল। এখানে জয়ের ব্যাপারে আশাবাদি বিজেপি।

এদিকে ২০০১ সাল থেকে আসাম শাসন করে আসছে কংগ্রেস। ২০০১, ২০০৬ এবং ২০১১ সাল- পরপর তিনবারের নির্বাচনে জয়লাভ বহু জাতিতে বিভক্ত ও সংঘাতপ্রবণ আসামের বর্তমান মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে রীতিমতো ‘কিংবদন্তী’ বানিয়ে দিয়েছে। তবে সময় পাল্টেছে। রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তরুণ গগৈকে।  

দিল্লি এবং বিহারের নির্বাচনে পরাজয়ের পর আসামে জয়ী হওয়ার ব্যাপারে উঠেপড়ে লেগেছে বিজেপি। দলটির পক্ষ থেকে আসামের নির্বাচনের দায়িত্বে থাকা এবং বিজেপির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ বলেন, ‘আমরা আমাদের আগের দুর্ভাগ্যগুলো কাটিয়ে উঠতে চাই। আর আমরা আসামেই এটা করতে পারবো।’

আসামের নির্বাচনে বিজেপির সুবিধাজনক অবস্থানে থাকার কারণ, মাওলানা বদরুদ্দিন আজমলের নেতৃত্বাধীন এখানকার প্রভাবশালী মুসলিম রাজনৈতিক দল ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টে’র (এআইইউডিএফ) সাথে কংগ্রেসের জোট না করতে পারার ব্যর্থতা। আসামের প্রায় তিন কোটি ১২ লাখ জনসংখ্যার মধ্যে ৩১ শতাংশেরও বেশি মুসলিম। ভারতের রাজনৈতিক বিশ্লেষক ননি গোপাল মহন্ত মনে করেন, মুসলিমদের ভোট ভাগ হয়ে যাওয়া কংগ্রেসকে বাজে পরিস্থিতির মুখোমুখি করেছে। আর এটা বিজেপিকে সাহায্য করবে।
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে