শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ০৫:৩৭:১৬

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ভূমিকম্প

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.২। মার্কিন ভূতাত্ত্বিক জরিপকেন্দ্র (ইউএসজিএস) একথা জানিয়েছে।

শুক্রবার রাতে আলাস্কার দক্ষিণপশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত্র অঞ্চলে এই ভূমিকম্পের ঘটনা ঘটেছে। ওই অঞ্চলের জনসংখ্যা কম থাকায় তেমন কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

গ্রিনিচ মান সময় শনিবার ০৫৫০ (স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৫০মিনিটে) এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে প্রায় ৫৮ মাইল নিচে।

অ্যাঙ্কোরেজ থেকে প্রায় ৬৫৪ কিলোমিটার (৪০৬মাইল) দক্ষিণপশ্চিম ও আলাস্কার চিগনিক লেক থেকে ১০০ কিলোমিটার (৬২ মাইল) উত্তরপূর্বে এই ভু’মিকম্পটি আঘাত হানে।

জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, এই ভূমিকম্পে সুনামির জন্য কোন পর্যবেক্ষণ, সতর্কীকরণ বা হুঁশিয়ারি জারি করা হয়নি। কেন্দ্র থেকে বলা হয়েছে, ‘এই ভূমিকম্পে সুনামি সৃষ্টি হবে না বলে ধারণা করা হচ্ছে।’
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে