শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ০৬:১৯:১৪

টানা চার মাস ঘুমিয়ে কাটানোর কথা বললেন ওবামা

টানা চার মাস ঘুমিয়ে কাটানোর কথা বললেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : দুইবার নির্বাচিত হয়ে আমেরিকার মত ক্ষমতাধর দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন মার্কিন প্রসিডেন্ট বারাক ওবাম। তার দ্বিতীয় মেয়াদের ক্ষমতা শেষ হতে যাচ্ছে আগামী বছরের প্রথম দিকে। প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি দেয়ার পর তিনি কি করবেন, কোথায় থাকবেন এমন সব প্রশ্ন নিয়ে জল্পনার যেন শেষ নেই। তবে এমনই এক প্রশ্নের জবাবে বারাক ওবামা বলেছেন, হোয়াইট হাউস ছাড়ার পর তিনি নাকি চার মাস ধরে শুধু ঘুমাবেন।

শোনা যাচ্ছিল প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেয়ার পর তিনি নাকি জাতিসংঘের দায়িত্ব নিতে যাচ্ছেন। তখন তো আরো বড় ধরণের দায়িত্ব পালন করতে হবে। তাহলে কি তার পক্ষে ঘুমিয়ে সময় কাটানো সম্ভব? আসলে গত বুধবার হোয়াইট হাউসের ইস্ট রুমে বার্ষিক ইস্টার প্রেয়ারে অংশ নেয়ার সময় একেবারে মজা চলেই এ কথা বলেন ওবামা। এ সময় তার পত্নী মিশেল ওবামা তার সাথে উপস্থিত ছিলেন।

তবে এসময় ওবামা পত্নী একেবারে বিপরীত উত্তর দেন। তিনি বলেন, ‘হোয়াইট হাউস ছাড়ার পর তরুণ সম্প্রদায়ের জন্য কাজ করার ইচ্ছা রয়েছে’। আর ওবামা সাংবাদিকদের বলেন, ‘এখান থেকে যাওয়ার পর তিন থেকে চার মাস আমি শুধু ঘুমাব। আশা করি আপনার এতে কিছু মনে করবেন না।’

আগামী বছরের জানুয়ারিতে ক্ষমতা ছেড়ে দেয়ার পর ওবামা দম্পতি শিকাগো শহরে যাবেন। তবে ফার্স্ট লেডি মিশেল ওবামা যে কখনোই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না সে কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ওবামা। এর আগে গত মাসের গোড়ার দিকে মিশেল বলেছিলেন, ‘আমি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বীতা করব না। কখনোই না।’
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে