রবিবার, ০৩ এপ্রিল, ২০১৬, ০৩:৪৪:১৬

ভয়াবহ সেই হামলার তদন্তকারী অফিসারকে গুলি করে হত্যা

ভয়াবহ সেই হামলার তদন্তকারী অফিসারকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গি হামলার তদন্তকারী সংস্থা এনআইএ'র এক অফিসারকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম মোহাম্মদ তানজিল। তিনি ওই হামলা তদন্তের দায়িত্বে ছিলেন ডিএসপি পদমর্যাদার ওই কর্মকর্তা।

শনিবার পরিবারের সঙ্গে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন মোহাম্মদ তানজিল। সেখান থেকে নিজের গাড়ি চালিয়ে মধ্যরাতে বাড়ি ফিরছিলেন তানজিল। সেই সময় উত্তরপ্রদেশের বিজনৌরের কাছে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী মোটরবাইকে চেপে এসে তাঁর গাড়ি আটকায়। তার পর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা তানজিল ও তাঁর পরিবারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তানজিলকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আঙত হয়ে তার স্ত্রী দিল্লির এইমস-এ ভর্তি রয়েছেন।
 
পুলিশ সূত্রে খবর, পঠানকোট হামলা ছাড়াও অন্যান্য জঙ্গি হামলার তদন্তের দায়িত্বেও ছিলেন এনআইএ-র এই ডেপুটি পুলিশ সুপার। কোনও ব্যক্তিগত শত্রুতা থেকে হামলা হল নাকি এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে। সেটাই এখন খোঁজার চেষ্টা করছে পুলিশ।
০৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে