সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ১০:৩৬:২২

পাকিস্তানে ভারি-বর্ষণে ৬৭ জনের মৃত্যু

পাকিস্তানে ভারি-বর্ষণে ৬৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : অবিরাম বৃষ্টি ও আকস্মিক বন্যায় রোববার ৬৭ জনের মৃত্যু হয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও গিলগিত-বাল্টিস্থানে। এছাড়া নারী ও শিশুসহ এই দুর্যোগে আহত হয়েছে আরো ৭০ জন।

এরমধ্যে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের শাংলা। এ রাজ্যে এই দুর্যোগে কারণে ১৯ জন মারা গেছে। পাশাপাশি এখানে আহতর সংখ্যা ৩০ জন।

এখানকার দুর্যোগ ব্যবস্থাপনা সেল জানিয়েছে, অবিরাম বর্ষণের ফলে ওই রাজ্যের  শাংলা, কোহিস্তান, সোয়াত ও মালাকান্দের বহু এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। বহু সড়ক এখনও পানির নিচে। এছাড়া বেশ কিছু সেতু ভেঙে গেছে। সেই সাথে মালাকান্দের বিভিন্ন অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ।

অন্যদিকে বৃষ্টি ও বন্যা সংক্রান্ত দুর্যোগে পেশোয়ারে ৩৬ ও কোহিস্তানে আরো ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সেল। এরমধ্যে পেশোয়ারে আহতের সংখ্যা ২৭। বন্যা দুর্গত এলাকগুলোতে তাঁবু ও বিভিন্ন ত্রাণ সামগ্রি সরবরাহ করা হয়েছে বলে জানা গেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পেশোয়ারে গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে দপ্তরটি আরো জানিয়েছে।
৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে