সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ১০:৩৭:৫৬

বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বোমা বানাচ্ছে আইএস

বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বোমা বানাচ্ছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেট বা আইএস উন্নত মানের বোমা তৈরিতে ব্যাপক দক্ষতা অর্জন করেছে। ইরাক এবং সিরিয়ার বিশাল এলাকা নিয়ে খেলাফত ঘোষণাকারী এই জঙ্গি গোষ্ঠী তাদের শাসন টিকিয়ে রাখতে এবং বিশ্বব্যাপী হামলা জোরদার করতে উন্নত মানের বোমা তৈরি করছে। পাশাপাশি সেখান বিভিন্ন দেশ থেকে আসা জঙ্গিদের এসব বোমা তৈরির উন্নত প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সেই প্রশিক্ষত বোমারুরা ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। ফলে বিশ্বব্যাপী বোমাতঙ্গ ছড়িয়ে পড়ছে। 

ইরাকের মসুল শহরের বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বা রসায়ন বিভাগের গবেষণাগারে বসে বোমা বানাচ্ছে আইএস। মসুল বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে পর্যাপ্ত রাসায়নিক পদার্থের জোগান রয়েছে। আইএস সেখান থেকেই বিস্ফোরক পদার্থ, রাসায়নিক বোমা, আত্মঘাতী বোমার জ্যাকেট তৈরি করছে।

মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইএস এই গবেষণাগারে বসেই গত কয়েক বছর তাদের জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছে কি করে বোমা তৈরি করতে হয়।  

ইরাকি বাহিনীর প্রধান বিস্ফোরক বিশেষজ্ঞ জানিয়েছে, এই কেমিস্ট্রি ল্যাবরেটরির কারণেই উন্নত জাতের বিস্ফোরক তৈরি করা সম্ভব হয়েছে আইএসের পক্ষে। সেখানে অনেক বিদেশি জঙ্গিদের প্রশিক্ষণ দেয়া হয়েছে বোমা তৈরির, এবং পরে তারা ফিরে গেছে নিজ দেশে।

বিগত কয়েক বছরে বিশ্বের সবচেয়ে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা করেছে ইসলামিক স্টেট। গত নভেম্বরে তাদের হামলায় প্যারিসে নিহত হয় ১৩০ জন। অল্প কয়েকদিন আগেই বেলজিয়ামের ব্রাসেলসে বোমা হামলা করে তারা হত্যা করেছেন ৩৫ জনকে। আইএসের হামলা থেকেই বোঝা যায় তারা বিস্ফোরক তৈরিতে অত্যন্ত দক্ষতা অর্জন করেছে।
০৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে