সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ১১:১৪:৪৮

সৌদি আরবের সর্বোচ্চ পদক পেলেন মোদি, হাত মেলালেন বাদশাহ

সৌদি আরবের সর্বোচ্চ পদক পেলেন মোদি, হাত মেলালেন বাদশাহ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত করা হয়েছে। সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ রবিবার মোদির হাতে ‘বাদশা আবদুল আজিজ উত্তরীয়’ তুলে দিয়েছেন।

সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ আল সৌদের নামে এই পুরষ্কারটি প্রবর্তন করা হয়েছে। এছাড়া বাদশা সালমান ভারতে রাষ্ট্রীয় সফরের জন্য মোদির আমন্ত্রণ গ্রহণ করেছেন।

তবে গুজরাটে মুসলিম নিধনযজ্ঞের কারিগর হিসেবে খ্যাত মোদির গলায় ‘দুটি পবিত্র মসজিদের জিম্মাদার’ বাদশা সালমানের পক্ষ থেকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা অনেককে আহত করতে পারে।

রবিবার রাষ্ট্রীয় সফরে রিয়াদে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে চাপে ফেলার পরিকল্পনার অংশ হিসেবে ইসলামাবাদের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের সাথে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে এই সফর বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

সফরে বাদশা সালমান এবং মোদি দ্বিপাক্ষিক বৈঠকে করেন যেখানে বাণিজ্য, বিনিয়োগ এবং সন্ত্রাসবাদ বিষয়ে সহযোগিতার ব্যাপারে ঐকমত্য হয়।

সৌদি আরব ভারতের শীর্ষ জ্বালানি সরবরাহকারী। রাজতান্ত্রিক দেশটিতে মোট ৩৫ লাখ ভারতীয় অভিবাসী রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস
০৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে