সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ০১:৪১:৫৭

সাগর কাঁপানো দুরন্ত গতির যুদ্ধজাহাজ বানাচ্ছে ইরান

সাগর কাঁপানো দুরন্ত গতির যুদ্ধজাহাজ বানাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : দিন দিন সামরিক শক্তি বাড়াচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী শিয়া দেশ ইরান। দেশটির তাদের নৌবাহিনীকে আরও উন্নত ও শক্তিশালী করতে দুরন্ত গতির যুদ্ধজাহাজ তৈরির পরিকল্পনা নিয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই যুদ্ধযান তৈরি করবে তেহরান।

এই যুদ্ধাজাহাজ ঘণ্টায় ৮০ নট বা প্রায় দেড়শ কিলোমিটার বেগে চলতে পারবে বলে জানানো হয়েছেন নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি। তিনি বলেছেন, খুব দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে এপ্রিল মাস থেকেই এই শক্তিশালী এবং উন্নত যুদ্ধজাহাজ তৈরির কাজ শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে।

গত কয়েকবছর ধরে প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানের অগ্রগতি কার্যত বিশ্বের নজরে। ইরান নিজ সামরিক সরঞ্জাম নির্মাণের ক্ষেত্রে এক ধরনের স্বনির্ভরতা অর্জন করেছে। ইরান সবসময় বলছে, এসব সামরিক শক্তি প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি নয় বরং শান্তির বার্তা বহন করছে।
০৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে