সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ০৩:৩৫:৫৪

হাজার জনের কল্লা কাটার ক্ষমতা রাখি: রামদেব

হাজার জনের কল্লা কাটার ক্ষমতা রাখি: রামদেব

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কে এবার নাম জড়াল ভারতের যোগগুরু বাবা রামদেব। হরিয়ানায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রকাশ্যেই কল্লা কাটার হুমকি প্রদান করেছেন। তিনি বলেছেন, কেউ যদি ‘ভারত মাতা কি জয়’ বলতে না চায়, তাহলে  তার কল্লা কেটে নেওয়া উচিত।

ভারতীয় জনতা পার্টির মতাদর্শগত পরামর্শদাতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের আয়োজিত সদভাবনা সম্মেলনে গিয়ে রামদেব বলেন, ‘আমরা এই দেশের আইন-শৃঙ্খলাকে সম্মান করি। নাহলে ভারত মায়ের অপমান করলে একজনের নয় হাজার জনের কল্লা কাটার করার ক্ষমতা রাখি।’  তিনি আরও বলেন, ‘ভারত মাতা কি জয়’ বলার অর্থ মাতৃভূমির প্রতি শ্রদ্ধা নিবেদন। ধর্মীয় বিশ্বাসের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

এদিকে, রামদেবের হুঁশিয়ারির পরই বিজেপি’র বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানাতে শুরু করেছে বিরোধীরা। কংগ্রেস নেতা সঞ্জয় ঝাঁ ট্যুইট করে বলেন, ‘বাবা রামদেব আরএসএসের সম্মেলনে মাথা কাটার হুমকি দিয়েছেন। সাধারণ মানুষকে ভয় দেখিয়েছেন তিনি। এর পর নরেন্দ্র মোদী কী ব্যবস্থা নেন, তার অপেক্ষায় আছি।’
৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে