সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ০৫:১৪:০৪

‘যারা জুতা পালিশ করত, আজ তারাই দেশ চালাচ্ছে’

‘যারা জুতা পালিশ করত, আজ তারাই দেশ চালাচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক : ‘যারা একদিন জুতা পালিশ করত, তারাই আজ দেশ শাসন করছে। এমনই বিতর্কিত মন্তব্যের কারণে সাসপেন্ড করা হল উত্তরপ্রদেশের বিজেপি নেত্রী মধু মিশ্রকে। আগামী ছ’বছরের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে।

মধু মিশ্র ,উত্তরপ্রদেশের বিজেপির মহিলা শাখার প্রধান। আলিগড়ে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নেত্রী বলেন, ‘যারা একদিন জুতা পালিশ করত, আজ তাদের শাসনেই আপনারা রয়েছেন। আমাদের সংবিধানকে ধন্যবাদ। আমাদের মধ্যে কোনো একতা নেই। সেইজন্যই এটা সম্ভব হয়েছে।’

উত্তরপ্রদেশের বিজেপি প্রেসিডেন্ট লক্ষীকান্ত বাজপেয়ী বলেন, মধু মিশ্রের কাছে তার বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে দলের পক্ষ থেকে। তার বক্তব্যের অডিও রেকর্ডিংও চাওয়া হয়েছে।

এই মন্তব্য অস্বীকার করেননি মধু। তিনি জানিয়েছেন, কাউকে আঘাত করার জন্য কিছু করেননি তিনি। তার কোনো আফসোসও নেই। তাকে ভুল বোঝা হয়েছে। মধু মিশ্রের দাবি, তিনি সবার সমান অধিকারের কথা বোঝাতে চেয়েছিলেন, অর্থাৎ ‘সবকা সাথ, সবকা বিকাশ’।-কলকাতা২৪
৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে