সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ০৫:৫৬:৪০

রাত ৮ টার পর এটিএমে পাওয়া যাবেনা টাকা!

রাত ৮ টার পর এটিএমে পাওয়া যাবেনা টাকা!

আন্তর্জাতিক ডেস্ক : রাত ৮ টার পর এটিএম মেশিনে নগদ টাকা রাখার ক্ষেত্রে নিয়ন্ত্রণ জারির প্রস্তাব দেয়া হয়েছে। এই প্রস্তাব পালন করা হলে এটিএমগুলিতে ২৪ ঘন্টা টাকা নাও পাওয়া যেতে পারে। বিভিন্ন ব্যাংকের এটিএম এটিএমগুলিতে টাকা রাখার কাজ করে মূলত বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলি। ইদানিং টাকা রাখার সময় সংস্থাগুলির কর্মীরা আক্রান্ত ও তাদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের কিছু ঘটনা ঘটেছে।

আর এই কারণেই নিরাপত্তার স্বার্থে রাত ৮ টার পর এটিএমে টাকা রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেয়া হয়েছে। গ্রামের ক্ষেত্রে বিকেল পাঁচটা ও মাওবাদী অধ্যূষিত এলাকাগুলির ক্ষেত্রে টাকা রাখার সময়সীমা বিকেল ৩ টা পর্যন্ত নিয়ন্ত্রণের প্রস্তাব দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রনালয়।

এই প্রস্তাব কার্যকর হলে নির্দিষ্ট সময়সীমার পর কোনো এটিএম থেকে সব টাকা তুলে নেয়া হয়, তাহলে টাকা তুলতে গ্রাহকদের পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় থাকবে না।

এটিএমের উদ্দেশ্যই হল গ্রাহকদের কাছে সবসময় টাকা তোলার সুযোগ করে দেয়া। কিন্তু সময়সীমা বেঁধে দেয়া হলে ওই উদ্দেশ্য ব্যাহত হতে পারে। সারা দেশে প্রতিদিন প্রায় ৮ হাজার বেসরকারি ভ্যান বিভিন্ন ব্যাঙ্ক, নোটের সিন্ধুক ও এটিএমের মধ্যে প্রায় ১৫ হাজার কোটি টাকা বহন করে। এছাড়াও ব্যাঙ্কগুলির হয়ে বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলি রাতের জন্য অতিরিক্ত ৫ হাজার কোটি টাকা গচ্ছিত রাখে বলে স্বরাষ্ট্রমন্ত্রনালয় থেকে এক তথ্যে জানা গেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের নয়া নিয়ম অনুসারে, টাকা বহন ও এটিএমে টাকা রাখার কাজে নিযুক্ত সংস্থাগুলির কর্মীদের অতীত সম্পর্কেও খতিয়ে দেখতে হবে। এছাড়াও প্রতি ভ্যানে থাকতে হবে দুইজন প্রশিক্ষিত ও সশস্ত্র নিরাপত্তারক্ষী। ভ্যানে দুটি পৃথক কম্পার্টমেন্ট থাকবে। একটি টাকা রাখার জন্য, অন্যটি যাত্রীদের জন্য। টাকা রাখার কম্পার্টমেন্টটি হবে ইস্পাতের এবং সেটির দরজা একমাত্র ইলেকট্রনিক বা ম্যানুয়াল লকের সাহায্যে ভেতর থেকে খোলার বন্দোবস্ত রাখতে হবে।

নতুন নির্দেশিকা অনুসারে, টাকা ভর্তি ভ্যানগুলিতে রাখতে হবে সিসিটিভি ক্যামেরা, জিপিএস এবং প্রতি ট্রিপে ৫ কোটির বেশি নগদ টাকা বয়ে নিয়ে যাওয়া যাবে না। রাজ্য সরকারগুলিকে এই নির্দেশিকা পালনের পরামর্শ দেয়া হয়েছে এবং নগদ বহনকারী সংস্থাগুলি সম্পর্কে নিয়মিত পর্যালোচনার পরামর্শও দেয়া হয়েছে।
৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে