সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ১০:০৯:২৮

ভারত নিয়ে যা বললেন কাবা শরীফের ইমাম

ভারত নিয়ে যা বললেন কাবা শরীফের ইমাম

আন্তর্জাতিক ডেস্ক : মক্কার কাবা মসজিদের ইমাম শেখ সালেহ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল-ই-তালিব বলেছেন, সাম্প্রতিক উত্তপ্ত বিতর্কের মধ্যেই ভারতের মুসলিমরা ভালোবাসা, সম্প্রীতির পরিবেশে ভিন ধর্ম, সম্প্রদায়ের সঙ্গে মিলেমিশেই আছেন।  পাশাপাশি সন্ত্রাসবাদেরও তীব্র নিন্দা করেছেন তিনি।

এবিপির এ প্রতিবেদনে এ খবর জানা গেছে।

ইসলাম ও বিশ্বশান্তি সংক্রান্ত এক আলোচনায় কাবার ইমাম বলেন, এটা আনন্দের ব্যাপার যে, দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার বাস ভারতেই।  এখানে তারা অন্যান্য ধর্মের মানুষজনের সঙ্গে ভালোবাসা, সম্প্রীতির বন্ধনে মিলেমিশেই থাকেন।

তিনি বলেন, ব্রাসেলসসহ বিশ্বের নানা প্রান্তে সন্ত্রাসবাদী হিংসার তীব্র নিন্দা করে নিরীহ মানুষকে ধর্মের নামে হত্যা করা হচ্ছে।  গোটা বিশ্ব সন্ত্রাসবাদের বলি।  

শেখ সালেহ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল-ই-তালিব বলেন, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, কেউ একজনকে হত্যা করলেও সেটা সব মানুষকেই হত্যার সমান।
৪ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে