সোমবার, ০৪ এপ্রিল, ২০১৬, ১১:২৯:০৬

মোদির বিকৃত ছবি পোস্ট করে কাঠগড়ায় সাংবাদিক

মোদির বিকৃত ছবি পোস্ট করে কাঠগড়ায় সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক সৌদি নেতার কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন।  ফেসবুকে এমন ছবিই পোস্ট করেন দেশের এক বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক।

পরে দেখা যায় ছবিটি ভুয়া।  ছবিটি নিয়ে জল ঘোলা শুরু হওয়ার পর এর জন্য ক্ষমা চেয়ে নেন সেই সাংবাদিক।  

তিনি বলেন, আমার ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করার জন্য আমি দুঃখিত।  ইচ্ছাকৃতভাবে এই বিকৃত ছবিটি পোস্ট করিনি।

সাংবাদিক যে বেসরকারি চ্যানেলে কাজ করেন তারা জানিয়েছেন, তাদের এক কর্মী ওই বিকৃত ছবিটি পোস্ট করেছিলেন।  যদিও এ ব্যাপারে চ্যানেল কর্তৃপক্ষ কিছুই জানত না।

প্রধানমন্ত্রীর ওই ভুয়া ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ।  বিজেপি সাংসদ মহেশ গিরি ওই ছবি পোস্ট করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌর এ বিষয়ে সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
৪ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে