আন্তর্জাতিক ডেস্ক : কর ফাঁকি দেওয়ার জন্য সাধারণ মানুষ কত চেষ্টাই না করেন৷ জমি কেনেন, গয়না গড়ান - আরও কত কী! কিন্তু কর বাঁচাতে ভুয়া পরিচয় দেওয়া কিংবা সরকারের নির্দেশকে পাত্তা না দিয়ে বিদেশের ব্যাঙ্কে টাকা রাখা বা লগ্নি করার চিন্তাও বোধহয় সাধারণের পক্ষে অসম্ভব৷
তাই সোমবার সকালে 'পানামা পেপারস'-কে কেন্দ্র করে যখন গোটা বিশ্ব উত্তাল, তখন ট্যাক্স কেলেঙ্কারিতে যে ভারতীয় নামগুলি উঠে এলো, সেই নামগুলিও নিতান্তই সাধারণ নয়৷ অভিনেতা অমিতাভ বচ্চন থেকে শুরু করে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, ভারতের ডিএলএফ প্রধান কেপি সিং এবং ভারতের বহু নেতা মন্ত্রী-সহ প্রায় ৫০০ জন ভারতীয়র নাম এই ট্যাক্স কেলেঙ্কারিতে রয়েছে৷
বিশ্বের কয়েকটি সংবাদসংস্থার মিলিত প্রয়াস ছিল 'প্রজেক্ট প্রমিথিউস'৷ সংবাদমাধ্যম 'ইন্ডিয়ান এক্সপ্রেস' এই তদন্তে অংশগ্রহণ করেছিল৷ এই গোপন তদন্তেই একটি বিদেশি ল' ফার্ম মসাক ফনসেকা'র গত ৪০ বছরের প্রায় কয়েক মিলিয়ন করের যে গোপন নথি ফাঁস হয়েছে, তাতেই বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বদের নাম উঠে আসছে৷
বার্সোলোনার ফুটবলার লিও মেসি থেকে শুরু করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন - কেউ যেন বাদ নেই এই কর কেলেঙ্কারিতে৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, চিনের প্রেসিডেন্ট জি জিংপিং-সহ ১৪০ জন রাজনৈতিক নেতার নাম উঠে এসেছে এই কেলেঙ্কারিতে৷
প্রসঙ্গত, ভারত সরকারের পক্ষ থেকে ২০০৩-০৪ সালে দেশের বাইরের ব্যাঙ্কে টাকা রাখার বিপক্ষে নির্দেশ দেওয়া হয়েছিল৷ কিন্তু সরকারের সেই নির্দেশকে উপেক্ষা করে দেশেরই প্রায় ৫০০ জন হাই প্রোফাইল ব্যক্তি গোপনে বিদেশে টাকা রেখেছিলেন৷ কর ফাঁকি দেওয়ার এই নতুন কেলেঙ্কারির জল এখন কোন দিকে গড়ায়, সেটিই দেখার৷ -সংবাদ প্রতিদিন
৫ এপ্রিল, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস