আন্তর্জাতিক ডেস্ক : একটি বিমানবন্দরে দু বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একটির ডানা ভেঙে গেছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার হালিম পেরদানকুসুমা বিমানবন্দরে এ দূর্ঘটনা ঘটেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এতে কোন হতাহত ঘটেনি।
সূত্র জানিয়েছে, বাটিক এয়ার লাইন্সের (আইডি ৭৭০৩) একটি যাত্রীবাহী বিমান জাকার্তা থেকে উজুং পানডাংয়েরে উদ্দেশে বিমানবন্দর ছেড়ে যাচ্ছিল। রানওয়ে ধরে ছুটে চলার সময় এটি অকস্মাৎ ট্রান্সনুসা এয়ালাইন্সের দণ্ডায়মান ছোট বিমানটির সঙ্গে ধাক্কা খায়। এতে বাটিক এয়ারলাইন্সের বিমানটির ডানায় আগুন ধরে যায়।
ওই দুর্ঘটনার পর বাটিক বিমানের যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। দুর্ঘটনার সময় বিমানটিতে ৪৯ জন যাত্রী ও সাতজন ক্রু ছিল। তবে ওই দুর্ঘটনার সময় ট্রান্সনুসার বিমানটিতে কোনো যাত্রী ছিল না। ওই ঘটনার পর বিমানবন্দরটি কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনা কোনো নতুন ঘটনা নয়। ২০১৪ সালে এয়ার এশিয়ার সিঙ্গাপুরগামী একটি যাত্রীবাহী বিমান সাগরে পরে গেলে এর ১৬২ আরোহীরা সবাই নিহত হন।
৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন