আন্তর্জাতিক ডেস্ক : সবচেয়ে বেশি মুসলিম দেশের অবস্থান মধ্যপ্রাচ্যে। আর সেখানেই বিশ্বের সর্ববৃহৎ নৌমহড়ায় নামল মার্কিন যুক্তরাষ্ট্র। মহড়ায় বিশ্বের ৩০টির বেশি দেশ অংশ গ্রহণ করছে।
সোমবার বাহরাইনে শুরু হয়েছে বৃহত্তম এই নৌমহড়া। দেশটিতে আমেরিকার ৫ম নৌবহরের ঘাটি রয়েছে। এই মহড়ার নাম দেয়া হয়েছে মার্কিন নৌ বাহিনীর সেন্ট্রাল কমান্ড আয়োজিত ইন্টারন্যশনাল মাইন কাউন্টারমেজার এক্সারসাইজ বা আএমসিএমইএক্স। চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত চলবে বলে কথা রয়েছে।
মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলো বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচলসহ জলদস্যু, সন্ত্রাসবাদ এবং মাইন প্রসঙ্গে অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে বলে দাবি করা হয়েছে। মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ডের ভাইস অ্যাডমিরাল কেভিন ডোনেগান এ দাবি করেন।
সুয়েজখাল, বাবুল মান্দাব প্রণালী এবং হরমুজ প্রণালীসহ বিশ্বের সাগর পথের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকা এ অঞ্চলে অবস্থিত বলে উল্লেখ করেন অ্যাডমিরাল ডোনেগান। তিনি বলেন, ফলে বিশ্বের দেশগুলোর প্রশিক্ষণের চমৎকার সুবিধা মধ্যপ্রাচ্যে রয়েছে।
মহড়ায় মাইন বিরোধী অভিযান, অবকাঠামো রক্ষা এবং বেসামরিক জাহাজ রক্ষায় নৌ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে গুরুত্ব দেয়া হবে। এ ছাড়া, এতে চালকহীন ডুবোযান এবং দ্রুতগামী জাহাজের মতো নতুন প্রযুক্তির কার্যকারিতাও যাচাই করা হবে। সূত্র: ইউএস নেভি
০৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস