আন্তর্জাতিক ডেস্ক : আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ হারালেন ছয় জন নিরীহ মানুষ এবং আহত হয়েছেন আরো ১৫ জনের বেশি। নিহতদের সবাই সাধারণ মানুষ বলে জানা গিয়েছে। আজ মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের পারওয়ান প্রদেশে। ওই প্রদেশের সিয়াগর্দ জেলার একটি স্কুলের সামনে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী জঙ্গি।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পারওয়ান প্রদেশের সেয়াগার্ড জেলায় বিস্ফোরক ভর্তি একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী জঙ্গি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জনের। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই