আন্তর্জাতিক ডেস্ক : কিছুদিন আগে পাকিস্তানকে f-16 যুদ্ধবিমান দেয়ার বিষয় নিয়ে আমেরিকার উপর ক্ষোভ প্রকাশ করেছিল ভারত। কিন্তু সমস্ত ক্ষোভ উপেক্ষা করেই কাছাকাছি ফের পাকিস্তান-আমেরিকার সম্পর্ক! এবার পাকিস্তানের জন্য ৯টি অ্যাটাক হেলিকপ্টার তৈরি করতে মার্কিন নৌবাহিনীকে ১৭ কোটি ডলারের ঠিকাদারি দেয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়ের বিক্রয় কর্মসূচির আওতায় বেল এএইচ-ওয়ানজেড হেলিকপ্টার নির্মাণ এবং পাকিস্তানে সরবরাহ করা হবে। দুই ইঞ্জিনের এই হেলিকপ্টারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪২০ কিলোমিটার এবং এগুলি ৬১০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এই হেলিকপ্টারগুলি মূলত মার্কিন মেরিন কোরের জন্য তৈরি করা হয়েছিল।
গত বছরের এপ্রিল মাসে পাকিস্তানের কাছে এই হেলিকপ্টার বিক্রির বিষয়টি অনুমোদন করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে। হেলফায়ার ২ ক্ষেপণাস্ত্র এবং প্রয়োজনীয় যন্ত্রাংশসহ এগুলো বিক্রি করা হবে।
এদিকে, চলতি বছরের শুরুর দিকে পাকিস্তানের কাছে আটটি এফ-১৬ বোমারু বিমান বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা। ভারতের কঠোর প্রতিবাদ উপেক্ষা করে এই অনুমোদন দেয়া হয়। অবশ্য হেলিকপ্টার বিক্রির বিষয়ে এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেয়া হয়নি।
৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই