আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সংসদ সদস্যরা দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতি আবারো সমর্থন ঘোষণা করেছেন এবং জাতীয় নিরাপত্তা হ্রাস করে এমন যেকোনো পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছেন। আইআরআইবির এক প্রতিবেদনে এ খবর জানা যায।
ইরানের সংসদের ১৫৪ সদস্য দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, "ইরানের সামরিক কৌশলগত নীতি নিঃসন্দেহে আত্মরক্ষার নীতির ভিত্তিতে গৃহীত হয়েছে।" বিবৃতিতে বলা হয়েছে, "বলদর্পী শক্তিগুলো প্রতিবছর সামরিক ব্যয় বাড়াচ্ছে এবং অত্যাধুনিক অস্ত্র তৈরি করছে। ফলে ইরানের নিরাপত্তা হ্রাস পাচ্ছে।"
ইরানি এমপি’রা বলেছেন, "আমেরিকা একদিকে ইরানকে অব্যাহতভাবে হুমকি দিচ্ছে অন্যদিকে ইরানকে প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসার বন্ধ করার কথা বলছে। মার্কিন এমন নীতিকে তারা 'ইতিহাসের সবচেয়ে বড় তামাশা' বলে অভিহিত করেন।
বিবৃতিতে শিশু ঘাতক এবং রক্তলোলুপ ইহুদিবাদী ইসরাইল এবং ইয়েমেনে গণহত্যায় লিপ্ত সৌদি শাসক গোষ্ঠীকে মার্কিন অত্যাধুনিক অস্ত্র সরবরাহের বিষয়টিও তুলে ধরা হয়।
আর এ পরিপ্রেক্ষিতে ইরানের এমপিরা দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে কৌশলগত ও প্রচলিত অস্ত্র কর্মসূচি হিসেবে উল্লেখ করেন এবং এর প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেন।
৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই