আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ৪ বছর ব্যবহারের পর কাবার মাতাফ ব্রিজটি ভেঙে ফেলার উদ্যোগ নেয়া হয়েছে। এতে প্রতি ঘণ্টায় ৩০ হাজার পর্যন্ত অতিরিক্ত মানুষ কাবাঘরে তাওয়াফ করার সুযোগ পাবে, যা আগের চেয়ে ২০ হাজার বেশি।
তবে কাজটি ধীরে ধীরে আগানোর পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। ৬ জুন থেকে রমজান মাস শুরুর আগেই কাজটি শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তারা।
মসজিদ সম্প্রসারণের কাজ শেষ হওয়ার পরপরই মক্কার গভর্নর, সৌদির প্রিন্স, আরবের বড় দুই মসজিদের কর্তৃপক্ষের আদেশে কাজটি শুরু হয়।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, রাজা সালমানের সহায়তাই এ ধরনের অগ্রগতি সম্ভব হয়েছে। কাজটি দ্রুত সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও ঠিকাদারদের নির্দেশনা দিয়েছেন তিনি।
তিনি জানান যে, মক্কায় বয়স্ক ও প্রতিবন্ধীদের সুবিধার্থে আলাদা পথ তৈরি করা হয়েছে। হজে আসা মানুষদের নিরাপত্তার কথা চিন্তা করে আরো নতুন পথ তৈরি করা হয়েছে। -আরব নিউজ
৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম