আন্তর্জাতিক ডেস্ক : পথের মোড়ে বাইক দাঁড় করিয়ে পাড়ার ফুটো মাস্তানকে পান কিনতে দেখেছেন অনেকে। পেছনে ততক্ষণে বিস্তৃত যানজট। বাইপাসের ধারে গাড়ি থামিয়ে খৈনি কিনতে দেখেছেন গাড়ির চালককে।
কিন্তু যদি বলি মাঝপথে ট্রেন থামিয়ে খাবার কিনতে নামলেন চালক। তাও আবার যাত্রীবাহী ট্রেন।
সম্প্রতি এ ভিডিটিও ভাইরাল হয়েছে ফেসবুকে। তাতে দেখা যাচ্ছে, একটি দোকান থেকে ছুট্টে বেরিয়ে লাফিয়ে ট্রেনের ইঞ্জিনে উঠে গেলেন এক ব্যক্তি। হাতে একটি পলিব্যাগ।
ইঞ্জিনে উঠেই গার্ডের উদ্দেশ্যে পতাকা নেড়ে ট্রেন চালাতে শুরু করলেন তিনি। ইঞ্জিনটি আবার দাঁড় করানো ছিল একটি লেভেল ক্রসিংয়ের ওপর।
পুরো সময় বন্ধ থাকে গেট। অবাক করা এ ছবি কোথাকার তা অবশ্য জানা যায়নি। কিন্তু ছবি চমকে দেয়ার মতো।
৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম