মঙ্গলবার, ০৫ এপ্রিল, ২০১৬, ১০:০২:৪৫

নিজের জীবন দিয়ে শিক্ষার্থীদের বাঁচালেন এক শিক্ষক

নিজের জীবন দিয়ে শিক্ষার্থীদের বাঁচালেন এক শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক : আত্মোৎসর্গের চরম দৃষ্টান্ত স্থাপন করে নিজের জীবনের বিনিময়ে তিন শিক্ষার্থীর প্রাণ রক্ষা করেছেন একজন ইরানি শিক্ষক। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের নুকজু গ্রামে অবস্থিত শহীদ রাহিমি স্কুলের শিক্ষক ছিলেন হামিদরেজা গাঙ্গোযেহি।

রোববার প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়ার মধ্যে তিনি দেখতে পান স্কুলের একটি কক্ষের মধ্যে তিন শিক্ষার্থী আটকা পড়েছে। যেকোনো মুহূর্তে ওই কক্ষের ছাদ ধসে পারতে পরে দেখে তিনি আরেক শিক্ষককে নিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করতে যান। শিক্ষার্থীদের কক্ষটি থেকে বের করে দেয়ার পরপরই ছাদ ধসে পড়লে ঘটনাস্থলেই হামিদরেজার মৃত্যু হয়। উদ্ধার তৎপরতায় অংশগ্রহণকারী দ্বিতীয় শিক্ষকের পা ভেঙে গেছে।

আজ (মঙ্গলবার) প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এক টুইট বার্তায় নিহত শিক্ষকের প্রতি সম্মান জানিয়ে তার পরিবারের প্রতি শোক ও সমবেদন জ্ঞাপন করেছেন। তিনি লিখেছেন, “সাহসিকতা ও আত্মোৎসর্গের দৃষ্টান্ত স্থাপনকারী শিক্ষক হামিদরেজা গাঙ্গোযেহি’র নাম ও স্মৃতি আমাদের হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল।”-আইআরআইবি
৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে