আন্তর্জাতিক ডেস্ক : শিম্পাঞ্জির সঙ্গে খেলায় মেতেছিলেন একদল সেনা। অবলা জীবের অঙ্গভঙ্গি নকল করে তাকে খেপিয়ে তুলে মজা লুটতে গিয়ে আচমকা ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে সেনাদল।
পশ্চিম আফ্রিকার এক জঙ্গলের ধারে শিবির পেতেছিল সেনাবাহিনী। সেনাঘাঁটিতে একদিন হঠাৎ ঢুকে পড়ে এক শিম্পাঞ্জি। তাকে দেখে উল্লসিত হয়ে ওঠেন সেনারা।
তার হাবভাব নকল করে চলতে থাকে ঠাট্টা-মস্করা। এক সময় শিম্পাঞ্জির হাতে নিজের একে ৪৭ রাইফেলটি তুলে দেন এক সেনা। তার সঙ্গী নিরীহ জীবটির দিকে বন্দুক উঁচিয়ে নকল যুদ্ধের মহড়া দিতে শুরু করেন। আর তাতেই বিপদ ঘনায়।
সেনার অনুকরণে রাইফেল হাতে নিয়ে ট্রিগার টিপে দেয় শিম্পাঞ্জি। শুরু হয় লাগাতার গুলিবৃষ্টি। ভাগ্য ভালো বলে, বন্দুকের নল মাটির দিকে তাক করে থাকায় সব গুলিই মাটিটে এসে বিঁধে।
এদিকে শিম্পাঞ্জির রণমূর্তি দেখে ঠাট্টায় মশগুল সেনাদের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। প্রাণভয়ে কোনোরকমে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে চম্পট দেন।
অপরদিকে মাথার ওপর বন্দুক তুলে বিজয় উল্লাসে মেতে উঠে শিম্পাঞ্জি বীর। সূত্র : এই সময়
৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম