বুধবার, ০৬ এপ্রিল, ২০১৬, ১২:২৫:৪৮

কিমের যে অস্ত্রের ভয়ে কাঁপছে শক্তিধর রাষ্ট্রগুলো

কিমের যে অস্ত্রের ভয়ে কাঁপছে শক্তিধর রাষ্ট্রগুলো

আন্তর্জাতিক ডেস্ক : কমিউনিস্ট শাসিত উত্তর কোরিয়ার একটি অস্ত্রের ভয়ে কাঁপছে শক্তিধর কয়েকটি দেশ। এরমধ্যে রয়েছে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। কারণ কিম জং উনের মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র কোরিয়া উপদ্বীপের যে কোনো লক্ষ্যবস্তুসহ জাপান, চীন এবং রাশিয়ায় আঘাত হানতে পারবে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার এক উর্ধ্বতন কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার দাবি, পরমাণু ওয়ারহেডকে রোডোং ক্ষেপণাস্ত্রে বসানোর মতো ছোট আকারে নিয়ে আসতে পেরেছে উত্তর কোরিয়া। ফলে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রে পরমাণু ওয়ারহেড বা বোমা বসানোর সক্ষমতা অর্জন করেছে।

তিনি জানান, একটন ওজনের ওয়াহেড নিয়ে এ ক্ষেপণাস্ত্র ২০০০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। এ সব ক্ষেপণাস্ত্র ছুঁড়বে কিনা সেটি দেশটির রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়।

অবশ্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও দেশটির এ মূল্যায়নকে মেনে নেয়নি আমেরিকা। আমেরিকা বলেছে, উত্তর কোরিয়া এখনো এ ক্ষমতার কোনো পরিচয় দেয় নি।
০৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে