বুধবার, ০৬ এপ্রিল, ২০১৬, ১২:৩৯:১২

প্রেসিডেন্টের পর ভাইস প্রেসিডেন্টও আতঙ্কে

প্রেসিডেন্টের পর ভাইস প্রেসিডেন্টও আতঙ্কে

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ অভিশংসন ঝুঁকির মুখে রয়েছেন। এর মধ্যেই দেশটির সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট মাইকেল টেমারকে অভিশংসনের জন্য একটি কমিশন গঠন করার নির্দেশ দিয়েছেন। এই কমিশন টেমারের অভিশংসনের সম্ভাব্যতা যাচাই করবে। এর ফলে দেশটির প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট উভয়েরই বরখাস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সুপ্রিম কোর্টের বিচারক মার্কো অরেলিও মেলো মঙ্গলবার রুল জারি করে পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসকে এই আদেশ প্রদান করেন। এদিকে রুলের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন টেমার। কেবলমাত্র সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারকদের ভোটে রুলটি বাতিল হতে পারে।

টেমারের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর জন্য গত বছরের ডিসেম্বরে মারিয়েল মার্লি মারা নামের এক আইনজীবী ফাইল দাখিল করেছিলেন।

টেমারের বিরুদ্ধে অভিযোগ তিনি সরকারি একাউন্টে কারসাজি করে বাড়তি অর্থনৈতিক ঘাটতি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন বলে আইনজীবি মারা কর্তৃক দাখিলকৃত ফাইলে বলা হয়। এসময় কংগ্রেসের স্পিকার এডুয়ার্ডো চুনহা ভিত্তিহীন অভিযোগ বলে আবেদনটি বাতিল করে দেন। তবে একই অভিযোগে প্রেসিডেন্ট রৌসেফের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর আদেশ দেন চুনহা।

মঙ্গলবারের রুলে বিচারক মেলো বলেন, যেহেতু একই অভিযোগে রৌসেফের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হয়েছে তাই স্পিকারের উচিত ছিল টেমারের বিরুদ্ধেও অভিশংসন প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয়া।
০৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে