বুধবার, ০৬ এপ্রিল, ২০১৬, ০১:৫০:৪২

বিমানঘাঁটিতে রাসায়নিক হামলা চালিয়েছে আইএস, বহু সৈন্য আক্রান্ত

বিমানঘাঁটিতে রাসায়নিক হামলা চালিয়েছে আইএস, বহু সৈন্য আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক : ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা নিয়ন্ত্রণকারী জঙ্গি গোষ্ঠী আইএস একটি সামরিক বিমানবন্দরে রাসায়নিক হামলা চালিয়েছে। সিরিয়ার সিরিয়ার পূর্ব অংশে দেইর আয-জোর শহরের দক্ষিণে অবস্থিত ওই বিমানঘাঁটিকে টার্গেট করে মাস্টার্ড গ্যাস ভর্তি একাধিক রকেট নিক্ষেপ করেছে।

সিরিয়ার 'ইখবারিয়া' টেলিভিশন চ্যানেল সোমবার এ খবর জানিয়েছে। তবে হামলায় কোনো হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে খবরে কিছু বলা হয়নি।

এদিকে, আইএসের রাসায়নিক হামলায় বহু সৈন্য শ্বাসরুদ্ধে আক্রান্ত হয়েছেন বলে একটি সামরিক সূত্রের বরাত দিয়ে রাশিয়ার 'রিয়া নভোস্তি' জানিয়েছে।

গত জানুয়ারি মাসে ওই বিমানঘাঁটির নিকটে অবস্থিত কয়েকটি গ্রাম থেকে দায়েশ সন্ত্রাসীদেরকে সিরিয় সেনাবাহিনী তাড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। তবে ওই এলাকা সন্ত্রাসীমুক্ত করতে সেখানে এখনো অভিযান চলছে।

মাস্টার্ড গ্যাস শরীরের ত্বক এবং শ্বাসনালীর ওপর মারাত্বক ক্ষতিকর প্রভাব ফেলে। এতে হামলার শিকার ব্যক্তিদের ত্বকে ফোসকা পড়ার পাশাপাশি তারা চরম শ্বাসকষ্টে ভোগেন। আন্তর্জাতিক আইনে এই ধরণের অস্ত্র নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ইরাক ও সিরিয়ায় তৎপর তাকফিরি দায়েশ তাদের নিয়ন্ত্রিত এলাকায় বিভিন্ন ধরণের পাশবিক এবং বর্বরোচিত হামলা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করার পাশাপাশি যুদ্ধাপরাধ করছে। দায়েশ দুই দেশেই রাসায়নিক অস্ত্র ব্যবহার করে বহু বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে।
০৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে