আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে সম্পদের পাহাড় গড়েছেন আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। ‘পানামা পেপার্স’ নামে কর ফাঁকি কেলেঙ্কারির নথিতে ইউএই প্রেসিডেন্টেরও গোপন সম্পদের তথ্য বেরিয়ে এসেছে। এতে আরো অনেক বিশ্বনেতার কর ফাঁকির তথ্য পাওয়া গেছে।
ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, অফসোর ব্যবসার মাধ্যমে ব্রিটেনে প্রায় ১২০ কোটি পাউন্ড বা ১৩,০০০ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের পাহাড় গড়েছেন।
ব্রিটেনে আল নাহিয়ানের সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হলো মধ্য লন্ডনের অক্সফোর্ড সড়কে বিএইসএস বিল্ডিং, মেফেয়ারের বার্কলি স্কয়ারে সম্পত্তি এবং আরো উল্লেখযোগ্য কিছু ভবন।
এছাড়া গার্ডিয়ান জানিয়েছে, আল নাহিয়ানের মালিকানাধীন ৯০ টি অফসোর কোম্পানির তথ্য পাওয়া গেলেও এসব কোম্পানির টাইটেল চুক্তিপত্রে তার নাম গোপন করা হয়েছে।
০৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস