বুধবার, ০৬ এপ্রিল, ২০১৬, ০৫:৪৩:৫৩

সৌদি বাংলাদেশিদের জন্য সুখবর, গ্রিনকার্ড চালু করবে সৌদি আরব

সৌদি বাংলাদেশিদের জন্য সুখবর, গ্রিনকার্ড চালু করবে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : এর আগে পৃথিবীর অন্য দেশগুলোর কথা শোনা গেলেও এই প্রথম শোনা গেল সৌদি আরবের কথা। সৌদি আরব বসবাসরত প্রবাসীদের জন্য আসছে নতুন সুখবর। দেশটিতে কর্মরত বিদেশীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে চলেছে সৌদি সরকার। ২০২০ সালের মধ্যে দেশটিতে স্থায়ী বসবাসের সুযোগ বা গ্রিনকার্ড পাতে পারেন সৌদি প্রবাসীরা।

জানা যায়, অনেকটা আমেরিকান গ্রিনকার্ডের মতই হবে সৌদি আরবের গ্রিনকার্ড। স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, ওই গ্রিনকার্ড পেলে সৌদি আরবে ১০০ বিলিয়ন ডলার রোজগার করা সম্ভব। আর এ সম্ভাবনার লক্ষ্যেই এমন পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন সৌদি উপ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি ব্লুমবার্গের সঙ্গে সাক্ষাতকারে এই কথা বলেন।

নতুন প্রজন্মের এই তরুণ রাষ্ট্রনেতার নয়া দৃষ্টিভঙ্গিতে সৌদি আরবের নীতি এবং চরিত্রে বৈপ্লবিক পরিবর্তনের আবাস পাওয়া যাচ্ছে। তার এই ঘোষণা সৌদি প্রবাসীদের কাছে অত্যন্ত আকর্ষনীয় মনে হচ্ছে। এই নীতিমালা সম্পর্কে বিস্তারিত জানার জন্য সৌদি আরবে বসবাসকারী বাংলাদেশিরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।

উল্লেখ্য, সৌদি আরবে বর্তমানে প্রায় ১২ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক রয়েছে। যদিও প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পরে বলে জানা যায়। বাংলাদেশ থেকে সৌদি আরবে আরো জনশক্তি বাড়াতে তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।
৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে