বুধবার, ০৬ এপ্রিল, ২০১৬, ০৬:১৬:০৪

ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় জিনা!

ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় জিনা!

আন্তর্জাতিক ডেস্ক : আজ বুধবার প্রশান্ত মহাসাগরীয় পর্যটন এলাকায় গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোনের আশঙ্কায় মানুষকে ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে ফিজি কর্তৃপক্ষ। কারণ দেশটিতে সাম্প্রতিক প্রলয়ঙ্করী ঝড়ে ৪৪ জন মারা গিয়েছে। তাই দেশটির কর্তৃপক্ষ আর ঝুঁকি নিতে চাইছেন না।

ফিজির আবহাওয়া বিভাগ জানায়, গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোন 'জিনা' খুব দ্রুত নিম্নচাপ থেকে তিন মাত্রার ঝড়ে পরিণত হয়েছে। ঝড়টি এখন ফিজির প্রধান দ্বীপ ভিতা ভেলুর দিকে ধেয়ে আসছে বলে জানা গিয়েছে।

ভারী বৃষ্টিপাতের কারণে একজনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং আকস্মিক বন্যায় এক কিশোরী ভেসে গেছে। এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। বন্যার কারণে প্রধান প্রধান সড়কগুলোতে সব ধরণের জান চলাচল বন্ধ রয়েছে।

দেশটিতে সম্প্রতি আঘাত হানা সাইক্লোন উইন্সটনের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই সর্বশেষ এই সাইক্লোনের আঘাতের আশঙ্কা করা হচ্ছে। ফেব্রুয়ারিতে উইন্সটন আঘাত হানে। ওই ঝড়ে ৪৪ জনের প্রাণহানি ও ৬০ হাজার লোক ঘরবাড়ি ছাড়া হয়েছে। এছাড়াও এতে অবকাঠামোর যথেষ্ট ক্ষতি হয়েছে।

বর্তমানে ফিজিতে নয় লাখ লোকের বসবাস। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশটির আন্তর্জাতিক ফ্লাইট এবং স্কুলগুলোও বন্ধ রাখা রয়েছে। সাইক্লোনটির গতিবেগ ঘণ্টায় প্রায় ১৭০ কিলোমিটার। বৃহস্পতিবার ভোরে ঝড়টি ভিটা লেভুর দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে